বৈঠক

সংবাদদাতা ::: কয়লা আমদানি- রফতানী জঠিলতা নিরসনে ভারত-বাংলাদেশ উভয় দেশের ৫ জন করে প্রতিনিধির অংশ গ্রহনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের মেইন পিলার ১১৯৯ এর নো-ম্যান্স ল্যান্ডে বৃহস্পতিবার বিকেলে দেড়ঘন্টা ব্যাপী বৈঠকে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ ও শিংল’র কয়লা রপ্তানীকারকদের  ৫ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক সুত্রে জানা যায়, ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসা ও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল (এনজিটি) আদালত মেঘালয় সরকারকে অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। আদালতের আদেশে ২০১৪ সালের ১৩ মে … Continue reading বৈঠক